Infrastructure

ভৌত অবকাঠামোঃ

কলেজে দুইটি ভবন রয়েছে। একটি প্রশসনিক ও একাডেমিক ভবন এবং অপরটি লাইব্রেরি ভবন। প্রশাসনিক বা একািেডমিক ভবনে অধ্যক্ষের কার্যালয়, অফিস, শিক্ষক লাউঞ্জ বা টিচার্স রুম, ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, মিলনায়তন ও ৬ টি সুপরিসর শ্রেণিকক্ষসহ দোতলা ভবন। লাইব্রেরি ভবনে একটি সমৃদ্ধ লাইব্রেরি, একটি কমন রুম ও দুইটি শেণিক্ষসহ একতলা ভবন।

জনবল কাঠামোঃ

প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অধ্যক্ষ, ৪ জন সহকারী অধ্যাপক, ২৭ জন প্রভাষক, ৪ জন প্রদর্শক, ১ জন শরীর চর্চা শিক্ষক, ১ জন সহ-গ্রন্থাগারিক, ২ জন অফিস সহকারী এবং ২ জন আয়াসহ ১১ জন চতুর্থ শেণির কর্মচারী রয়েছে। অর্থাৎ মোট জনবলের সংখ্যা ৫১ (একান্ন) জন।